বিজ্ঞাপন দিন

নীলফামারীতে অটো শ্রমিকদের বিক্ষোভ, প্রতিবাদ জানালেন বাসমিনিবাস শ্রমিক নেতারা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ রাস্তায় চাঁদাবাজী ও গাড়ী ভাংচুরের অভিযোগে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে নীলফামারী জেলার অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি চালক শ্রমিকরা। গত ১৬ মে বৃহস্পতিবার সকালে নীলফামারী পৌর শহরের যানজট সৃষ্টি করে বিক্ষোভ ও চাঁদাবাজদের বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন অটো, অটোটেম্পো ও সিএনজি চালক শ্রমিক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তালেব সহ শ্রমিক নেতারা। এর আগে বিক্ষোভকালে পথসভায় শ্রমিক নেতা আবু তালেব বক্তব্যে বাসমিনিবাস শ্রমিক নেতাদের দায়ী করে বলেন, তাদেরই ইশারায় ব্যাটারী চালিত রিকশা টেম্পো ও সিএনজি চালকদের মারধর এবং চাদাবাজী চাদা না দিলে গাড়ি ভাংচুর করে, দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান তিনি। অপর দিকে এসব অভিযোগ অস্বীকার করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতারা। বৃহস্পতিবার সরেজমিনে সৈয়দপুর বাস টার্মিনালে গেলে দেখা যায় শত শত যাত্রীবাহি বাস পড়ে আছে। এ সব যানবাহনের চলাচল বন্ধ থাকায় অসহায় জীবনযাপন করতে হচ্ছে বাস শ্রমিকদের। বাস শ্রমিকদের অভিযোগ অটোরিকশা, টেম্পো ও সিএনজি চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারনেই সড়ক দূর্ঘটনা ঘটছে। নাম না বলা সর্তে বেশ কয়েক জন শ্রমিক জানান, সৈয়দপুর টু ডোমার ও ডিমলা উপজেলা এবং পাগলাপীর থেকে জলঢাকা হয়ে ডালিয়া বাজার ও ডিমলা- ডোমারের মেইন সড়কে অবৈধ যানবাহন চলাচলের বৈধতা দিয়ে, অটোরিকশা -টেম্পো ও সিএনজি চালকদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী নেতারা। বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী বলেন, অটোরিকশা, টেম্পো ও সিএনজি গুলো যদি বাইপাস রাস্তা অথবা গ্রাম অঞ্চলের যেসব সড়ক আছে তারা ঐসব সড়কেই যাত্রীসেবা দিতে পারে, সেখানে আমাদের কোন অভিযোগ নেই। কিন্ত তারা কখনোই বিশ্বরোড অথবা মিনিবিশ্ব রোডে এসব গাড়ি চালাতে পারে না। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের যানবাহন ও আমরা সম্পূর্ণরুপে বৈধ, আমাদের কাগজপত্র আছে। আমাদের কাছে সরকার দ্বায়বদ্ধ। তিনি বলেন, তারা সম্পূর্ণ অবৈধ তাদের দ্বায় কেউ নিতে পাড়ে না। মিনিবিশ্ব রোডে তাদেরকে নিষিদ্ধ করে বাইপাস রাস্তা অথবা গ্রাম অঞ্চলের সড়ক গুলোতে চলাচলের অনুমতি দেন জেলা প্রশাসন। তারাও আমাদের ভাই তাদেরকে প্রতিপক্ষ ভাবতে পারি না। কিন্ত তারা আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে অকথ্য ভাষায় গালমন্দ করে যাচ্ছে। বৈধতা যাছাই বাছাই করে যানবাহন চলাচলের ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শ্রমিক নেতা মমতাজ আলী ।