বিজ্ঞাপন দিন

জলঢাকায় কৃষকদের ধান সরকারি গোডাউনে বিক্রয়ের সুযোগ

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ধান ক্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ কৃষকদের বর্তমান দুরাবস্থায় উপজেলার প্রান্তিক কৃষকদের সরকারি গোডাউনে সরাসরি ধান বিক্রয়ের সুযোগ করে দিতে নানান উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদৌলা উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদিশ চন্দ্রকে সাথে নিয়ে বিভিন্ন দিন বিভিন্ন ইউনিয়নে যাচ্ছেন। পূর্ব ঘোষনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নের প্রান্তিক কৃষকগণ একত্রিত হলে উপজেলার এ টিম স্ব হস্তে কৃষকদের তালিকাভূক্ত করে যাচাই বাছাই করেন। শেষে জনপ্রতিনিধি এবং উপস্থিত কৃষকদের উপস্থিতে লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষক নির্বাচন করেন তারা। অতি স্বচ্ছ ও নিখূত এ কার্যক্রমের ভূসয়ী প্রশংসা করে অনেক সময় এ কার্যক্রমে নিজে উপস্থিত থাকছেন উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান অাব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলার সাফল্যগাঁধাময় এহেন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এলাকার কৃষকগণ। তবে তারা সরকারী বরাদ্দ বাড়ানোর ব্যপারে কার্যকরী উদ্যোগ নিতে সরকারকে অনুরোধ করেছেন।