বিজ্ঞাপন দিন

ডোমারে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

রতন কুমার রায,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদের সচ্ছতা,জবাবদিহিতা ও উন্নয়ন পরিকল্পনায় জনঅংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে বুধবার দুপুর ১২টায় ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা পাঠ করেন ইউনিয়ন সচিব মাহাবুব ইসলাম । ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য মোট সম্ভাব্য আয় রাজস্ব খাতে ৩৩লাখ ৯৯হাজার ৫৪০টাকা ও উন্নয়ন খাতে ১কোটি ৮২লাখ ৫২হাজার ৫৮৮ মোট ২কোটি ১৬লাখ ৫২হাজার ১২৮টাকা,অতিরিক্ত ব্যাংক জমা ৩৯লাখ ১৪হাজার ৮৫৩টাকা । এবং মোট উন্নয়ন ব্যয় রাজস্ব খাতে ৩১লাখ ৯৫হাজার ১৪০টাকা ও উন্নয়ন খাতে ২কোটি ১১লাখ ৮৫হাজার ৯৫৩ মোট ২কোটি ৪৩লাখ ৮১হাজার ৯৩টাকা সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয় । বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ । ইউনিয়ন পরিষদের সচিব মাহাবুব ইসলামের সঞ্চালনায় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য জয়নাল আবেদীন,রাশেদুজ্জামান রাশেদ,জয়ন্ত কুমার সিংহ,শংকর চন্দ্র,সংরক্ষিত মহিলা সদস্য,মরিয়ম বেগম,উদ্দ্যেক্তা খলিলুর রহমান,ইউনিয়ন পরিষদের অফিস সহকারী আশকার আহমেদ সুমন ও এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য নারী পুরুষ উপস্থিত ছিলেন ।