বিজ্ঞাপন দিন

জলঢাকায় কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "সমম্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ" প্রকল্পের আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মীর হাসান আল বান্না প্রমুখ। এই প্রশিক্ষণের ট্রেইনার এনামুল হক বলেন প্রতিটি গ্রামের কিছু কিষাণ-কৃষাণীকে উন্নত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বসতবাড়িকে খামার বাড়িতে রূপান্তরের জন্য এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তীতে সে সব কিষাণ -কৃষাণীরা অন্য প্রতিবেশীদের মাঝে এই জ্ঞান ছড়িয়ে দেবে। এ প্রশিক্ষণে ১২ ব্যাচে ৩৬০জন কিষান কৃষাণী অংশগ্রহন করবে।