বিজ্ঞাপন দিন

জলঢাকায় মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আরডি ও এফএফ দের মৎস্য চাষ বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ নীলফামারীর জলঢাকা উপজেলায় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রশিক্ষণ পরিচালনা করেন ক্ষেত্র সহকারী সিরাজুল ইসলাম ও ইমরান হোসেন প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার প্রদর্শক চাষিদের (আরডি) কাছ থেকে বন্ধু চাষীরা (এফএফ) অভিজ্ঞতা অর্জন করবে। ইউনিয়ন পর্যায়ের ১৮জন মৎস্যচাষী প্রশিক্ষণে অংশগ্রহন করছে।