বিজ্ঞাপন দিন

গরীব ও অসহায় কৃষকের ধান কেটে দিলো নীলফামারী জেলা ছাত্রলীগ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ গরীব ও অসহায় দুই কৃষকের স্বেচ্ছা শ্রমের বিনিময়ে প্রায় দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন নীলফামারী জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার উদ্যোগে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশেই সেচ্ছায় বিনা শ্রমে দুটি অসহায় পরিবারের প্রায় দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ । জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ (আপেল) ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ এর নেতৃত্বে গরীব অসহায় কৃষককে স্বেচ্ছায় শ্রম দিয়ে সোমবার ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন বাদিয়ার মোড় জমিদার পাড়ার সুধির চন্দ্র রায় ও বাবলী বেগমের জমির ধান কাটার কাজ শুরু করেন তারা। এসময় ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল জানান, আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে অসহায় কৃষক, যারা অর্থ অভাবে ধান কাটতে পারেনি, তাদেরকেই আমরা সহযোগিতা করছি। এতে জেলা ছাত্রলীগের সহ- সভাপতি সাইফুুল আজম মুসা ও যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল সরকারসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

বিকালে অঞ্চলভিত্তিক সরকারি ভাবে ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করা এবং কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয় করার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি জমাদান কালে সাধারণ সম্পাদক মাসুদ সরকার বলেন, আমাদের উদ্দেশ্য ও লক্ষ যাতে আমাদের মত ছেলেরা নিজের জমিতে শ্রম দেয়। কারণ দেশ এখন অনেক অনেক উন্নত। এদেশে শ্রমজীবি মানুষের সংখ্যা খুবই কম। আমরা এই কর্মসূচীর মধ্য দিয়ে দেশের সাধারণ কৃষক থেকে ছাত্র ও যুবসমাজ কে উদ্বুদ্ধকরণ করার চেষ্টা করছি।