বিজ্ঞাপন দিন

তিস্তা টিভি সম্প্রচার উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত"

রবিউল ইসলাম রাজ ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ সম্পুর্ণ নতুন আঙ্গিকে সৃজনশীল পদ্ধতিতে পরিচ্ছন্ন ছবি ও সুস্পষ্ট সম্প্রচার করতে যাচ্ছে সরকারী মিডিয়া তালিকাভুক্ত উত্তরবঙ্গের তিস্তা২৪.টিভি। এ উপলক্ষে মঙ্গলবার (২১ মে) নীলফামারীর জলঢাকায় কর্পোরেট অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে পরিচালক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তিস্তা টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এমদাদুল হক ও সহকারী পরিচালক হারুন-অর-রশীদ জোয়ারদার এবং তহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নুর মোহাম্মদ নাসিম (মিলন বিএসসি) ও ডাঃ রওশন আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিবান্ধার পার্ফেক্ট সুন্দর মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া,তিস্তা টিভির স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রাজ ও রতন সরকার প্রমুখ। এসময় চেয়ারম্যান এমদাদুল হক বক্তব্যে বলেন,ক্যাবল নেটওয়ার্ক সম্প্রচার করতে আমরা সরকারীভাবে অনুমোদন পেয়েছি। আমরা শিঘ্রই সম্প্রচার শুরু করবো।এজন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।আশা করছি ঈদ-উল-ফিতরের আগে আমার জন্মভূমি নীলফামারী জেলায় আনুষ্ঠানিকভাবে সম্পচার শুরু করবো,ইনশাআল্লাহ।এবং আগামী বিশ্বকাপ ক্রিকেটের সবগুলো খেলা তিস্তা টিভিতে সারা বাংলার মানুষ উপভোগ করতে পারবে। এজন্য সকলের আন্তরিকতা কামনা করতেছি।তিনি গেরান্টিসহকারে আরও বলেন,পরিচ্ছন্ন ছবি ও সুস্পষ্ট সম্প্রচার শতভাগ নিশ্চয়তা থাকবে যা জনসাধারণ স্বাছন্দে উপভোগ করতে পারবে। শেষে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি হয়।