বিজ্ঞাপন দিন

জলঢাকায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "জীবনতরী পাঠশালা"র আলোচনা সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি: আওয়াজ তোলো নিরবতা ভাঙ্গো এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "জীবনতরী পাঠশালা"র ঘরে বাইরে নারীর সুরক্ষা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুন্দিবাড়ি মাইজালী পাড়ায় উক্ত সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক অপিজার রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জলঢাকা নদীর পাড় জামে মসজিদের খতিব মোঃ তৌহিদুল ইসলাম, দুন্দিবাড়ী মাইজালীপাড়া মদিনাতুলউলুম মুসফিকিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ আবু রায়হান সিদ্দিকী,জীবনতরী পাঠশালার সকল সদস্য,শিক্ষকবৃন্দ সহ ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ।নারী সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন ধরণের তথ্য এবং প্রতিবাদমুখর ভাষ্য উঠে আসে আলোচনা সভায়। নারীর সহিংসতার জন্য পোশাক কখনই দায়ী নয় বরং সমাজের দৃষ্টিভঙ্গি দায়ী! সমাজ তথা দেশের বিভিন্ন প্রান্তে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিছু বার্তা পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী সামাজিক এ সংগঠন জীবনতরী পাঠশালা।আলোচনা সভা শেষে জীবনতরী পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করা হয়।