বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুঃস্থদের উপহার সামগ্রী সুস্থদের ঘরে

ফরহাদ ইসলাম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় সৌদি বাদশা কিং সালমানের ঈদ উপলক্ষে অত্র উপজেলার নয় শত হতদরিদ্র দুঃস্থদের মাঝে বিতরনের জন্য দেওয়া উপহার সামগ্রী বিত্তবান ও সুস্থদের মাঝে বিতরনের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের নিভৃত পল্লী পাটোয়ারি পাড়ার অখ্যাত এক মাদ্রাসা মাঠে এ উপহার সামগ্রী বিতরন করা হয়। সৌদি আরবের কিং সালমান রিলিফ সেন্টারের অর্থায়নে এবং স্থানীয় সংস্থা আবু রেজওয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতি জনে ১০ কেজি চাল,৭ কেজি ডাল,৩কেজি চিনি,২কেজি তেল ও ২ কেজি লবণের একটি প্যাকেট জাত করে এসব উপহার সামগ্রী বিত্তবানদের মাঝে বিতরন করা হয়। কৈমারী ইউনিয়নের পাটোয়ারি পাড়ার পাশের ডাঙ্গাপাড়া এলাকার বিধবা রহিমা বেওয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,মুই সুন্ন সৈদি সরকার গরিব মানুষদের ঈদ করার জন্যে খাবার পাঠাইছে কিন্তু মোর সামন দিয়া বড়লোকের বউগুলা প্যাকেট নিয়ে গ্যালো মুই খালি চেয়া চেয়া দেখনু মোর কপালোত জুলিট না। কিছু বিত্তবান এসব সামগ্রী পেয়েছেন বলে স্বীকার করে স্থানীয় সংস্থা আবু রেজওয়ান ফাউন্ডেশনের সভাপতি মোবারক হোসেন বলেন, এসব সামগ্রী শহর এলাকায় বিতরন করলে আমাদের হিমশিম খেতে হয়।