বিজ্ঞাপন দিন

জলঢাকায় নাট্য অভিনয় শিল্পী খলিলুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া

বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা থিয়েটারের অন্যতম সদস্য নাট্য অভিনয় শিল্পী খলিলুর রহমান খানঁ এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল করেছে জলঢাকা থিয়েটার। বুধবার দুপুরে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন, নীলফামারী - ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। থিয়েটারের সভাপতি সোনা মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ, চাদঁমনির প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব পিজিরুল আলম দুলাল, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গাফ্ফার, জাতীয় শ্রমিক লীগ সভাপতি জসির উদ্দিন, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, জলঢাকা থিয়েটারের সাধারণ সম্পাদক সাংবাদিক আবেদ আলী, নাট্য সম্পাদক সিরাজুল ইসলাম মাষ্টার ও সাহিত্য পরিষদের সভাপতি নুর নবী প্রমুখ। ইউএনও বলেছেন, এই অঞ্চলের মানুষের বিনোদনের জন্য নাট্য শিল্পীদের উজ্জীবিত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে। মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পড়ান জলঢাকা সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ শফিকুল ইসলাম। শোকসভা ও দোয়া মাহফিলে গোটা উপজেলার শিল্পীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য খলিলুর রহমান গত ২৪ জুন বাধ্যক্ষজনিত কারণে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠান পাড়ার নিজ বাড়ী ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।