বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরসভার উম্মুক্ত বাজেট ঘোষণা

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০১৯ - ২০ অর্থ বছরের জন্য প্রায় সাড়ে ২০ কোটি টাকার প্রস্তাবিত উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক অনারম্বর পরিবেশের মধ্যদিয়ে এই বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব আশরাফুজ্জামান, সহকারী প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন, হিসাব রক্ষক আওলাদ হোসেন, প্যানেল মেয়র রুহুল আমিন, কাউন্সিল রহমত আলী, রঞ্জিত কুমার রায়, মহসিন আলী, জিয়াউর রহমান জিয়া, ফজলুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুমনা চৌধুরী, নবীদেপ প্রকল্পের পিটিএল আব্দুস ছাত্তার ও সাংবাদিক সহ সমাজের গনমান্য ব্যক্তিবর্গ। এবারের বাজেটে রাজস্ব খাত হতে ধরা হয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার ৭ শত ৩০ ও উন্নয়ন খাত হতে ধরা হয়ে ১৭ কোটি টাকা। সবমিলিয়ে মোট বাজেট দাড়িয়েছে ১৯ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৭ শত ৩০ টাকা। বাজেট বক্তৃতায় পৌর মেয়র বলেন, এ বাজেট কোন কল্পনা প্রসূত বাজেট নয়, এ বাজেট বাস্তবমুখী পৌরবাসির দুর্ভোগ ও দুর্দশার কবল হতে রক্ষা করে উন্নয়নের লক্ষ্যে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা হয়েছে।