বিজ্ঞাপন দিন

ডোমারে অন্যের ক্ষতি করতে পুকুর খনন

রতন কুমার রায়-ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে অন্যের ক্ষতি করতে জাহিরুল ইসলাম নামের এক ব্যাক্তির বিরুদ্ধে মাত্র ৮শতাংশ জমির উপর পুকুর খনন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই পুকুরের পার্শবর্তী জমিনের মালিকরা গত বৃহস্পতিবার (১৩জুন) উপজেলা নির্বাহী অফিসারের নিকট একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে,ডোমার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জোরপাখুরী গ্রামে। জানা গেছে, ওই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে জাহিরুল ইসলাম মাত্র ৯শতাংশ জমির উপর তার জমিনের সিমানা বরাবর একটি পুকুর খনন করেন। পুকুরের গভীরতা বৃদ্ধি করতে বৃহস্পতিবার শ্যালো মেশিন চালিত ড্রেজার মেশিন বসিয়ে পুকুরটি আবারো খনন শুরু করেন। এ ঘটনায় ওই পুকুরের পার্শবর্তী জমিনের মালিকরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।পার্শবর্তী জমিনের মালিক মৃত কছির উদ্দিনের ছেলে নুর আমিন,বাবু,মৃত মজিবর রহমানের ছেলে নুর বাহার,নুর বাদশা জানায়,আমাদের জমিনের সাথে জাহিদুল ইসলামের ৯শতাংশ জমি রয়েছে। প্রতিহিংসা মূলক সে ওই জমির উপরে পুকুর খনন করে।আমরা কোথাও দেখিনি মাত্র ৯শতাংশ জমিনের উপর পুকুর হয়। আমাদের ক্ষতি করার উদ্যেশ্যে জাহিরুল ইসলাম তার জমিনের সিমানা বরাবর গভীর পুকুর খনন করেন। আসন্ন বর্ষায় আমাদের বাশঁঝাড়,গাছপালা ও আবাদি জমি যাতে পুকুরে ভেঙ্গে পড়ে সে ব্যবস্থাই তিনি করেছেন। জাহিরুল ওই এলাকায় একজন পরশ্রী কাতর ব্যাক্তি হিসেবে পরিচিত। আমাদের ক্ষতি করার উদ্যেশ্যে তিনি ওই পুকুর খনন করেন। এ বিষয়ে প্রয়োজনিও ব্যবস্থা নিতে আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছি।এ বিষয়ে জাহিরুল ইসলাম মেশিন দিয়ে পুকুর খননের কথা স্বীকার করে বলেন-সেখানে আমার ৯শতাংশ জমি রয়েছে। পুকুর খননের আগে জমি জরিপ করার জন্য আমি তাদেরকে ডেকেছি তারা আসেননী।