বিজ্ঞাপন দিন

জলঢাকায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ "গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা শিশু অধিকার ও সুরক্ষা প্রতিষ্ঠায় উপজেলা শিশুকল্যাণ বোর্ড কমিটির ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই কমিটির সভাপতি ইউএনও সুজাউদ্দৌলার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বাল্যবিয়ে মুক্ত ও শিশুর সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রজেক্ট কো - অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম, এসআই ওসমান ও আমিনুর রহমান মাষ্টার প্রমুখ। ইউএনও বলেন, উন্নয়নের বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। সরকারের লক্ষ অর্জনে শিশু কল্যাণ বোর্ড সহায়তা করছে। এই কার্যক্রমে আমার সহযোগিতা থাকবে। ঝুকিপূর্ন কাজে নিয়োজিত শিশুদের অধিকার আদায় এবং বাল্যবিয়ে রোধসহ শিশুদের সুরক্ষায় উপজেলা পর্যায়ে ইউএনও'র ভুমিকায় বড় প্রয়োজন বলে সভায় দাবি তুলে ধরেন অংশগ্রহণকারী সদস্যরা। উল্লেখ্য, জুলাই ২০১৮ হতে মার্চ ২০১৯ পর্যন্ত উল্ল্যেখিত সংস্থাটির এক জড়িপ মতে উপজেলার গোলনা, শিমুলবাড়ি, ধর্মপাল, মীরগঞ্জ, খুটামারা ও কৈমারী ইউনিয়নে ছেলে শিশু শ্রমিকের সংখ্যা ৩৮১ মেয়ে ৩৫, বাল্যবিয়ের শিকার হয়েছে মেয়ে ২০০ ও ছেলে ২৯ জন, শিশু বিয়ে বন্ধ হয়েছে ছেলে ২১ মেয়ে ৯৮ জনের এবং ঝড়েপড়া শিশু ২২৩ মেয়ে ৪৮ জনের তালিকা পাওয়া গেছে।