বিজ্ঞাপন দিন

জলঢাকায় ধর্মপাল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃ বাজেট সভায় অংশগ্রহন করবো,নিজের চাহিদা নিজেই বলবো এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী জলঢাকা উপজেলার ৫ নং ধর্মপাল ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের ১৬,৫২,২,৮০৩ টাকা উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। রাজস্ব আয় ২ শত ৭৫ টাকা উদ্বৃত্ত রেখে (রাজস্ব খাতে ২৯১১০৪৮ ও উন্নয়ন খাতে ১৩৬১১৪৮০টাকা)। জানা গেছে, সোমবার ২৪ জুন সকাল ১০ টায় ধর্মপাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মাঠে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমানের সভাপতিত্বে,উপস্থিত ছিলেন, ১,২,৩ এর মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শরিফা বেগম,৭,৮,৯ এর শ্রীঃ মতি চারুবালা,৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজার উদ্দিন,৬ নং এর আশরাফুল ইসলাম,৯ নং এর ইউনুস আলী, ৩ নং এর আনছার আলী,২ নং সুকুমার রায়,১ নং এর সামসুল হকসহ দফাদার,গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান টি পরিচালো না করেন অত্র ইউনিয়নের সচিব রফিকুল ইসলাম।সুন্দর ও মনরম পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।