বিজ্ঞাপন দিন

ডোমারে ১২প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা স্থগিত

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ-নীলফামারী জেলার ডোমারে ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীর নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার(১৫ জুন)পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনে ওই ১২টি বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন নিয়োগ কমিটি। জানা গেছে,নীলফামারীর ডোমার উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আউট সোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগের জন্য ২৫টি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর বিপরীতে ৩শত ২০জন প্রার্থী আবেদন করেন। যাচাই কালে ৪৭টি ত্রুটিপূর্ণ আবেদন পত্র বাতিল করা হয়। বাকী ২শত ৭৩জন প্রার্থীর নিয়োগ পরীক্ষা গত শুক্রবার ১৩টি এবং শনিবার ১২টি বিদ্যালয়ের মৌখিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দেন কতৃপক্ষ। শুক্রবার ১৩বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও শনিবারের ১২টি বিদ্যালয়ের পরীক্ষা নিয়োগ কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন অনিবার্য কারন দেখিয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষনা করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। ওই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক ঘুষ বানিজ্যের অভিযোগ উঠে। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে ডুগডুগি বড়গাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফেরদৌসী আজাদ গত ১৩জুন জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ করেন। নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা বলেন, বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে পারছিনা। অনিবার্য কারন বশত পরীক্ষা স্থগিত করা হয়েছে।