বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরসভায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

জলঢাকা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা নীলফামারীর জলঢাকা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় শেখ রাশেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় বালক গ্রুপে উত্তর কাজিরহাট পন্থাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে উত্তর চেরেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে বালক গ্রুপে কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ -- ১ গোলে এবং বালিকাদের খেলায় দুন্দিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ -- ০ গোলে পরাজিত হয়। উপজেলা সহকারি শিক্ষা অফিসার দীলিপ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রপি ক্ষুদে খেলোয়ারদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফেরদৌসি খানম বেলী, সিরাজুল ইসলাম, আতিকুজ্জামান বাবু, রেহেনা পারভিন পাপড়ি, সাবিরা ইয়াসমিন চৌধুরী, দিলরুবা চৌধুরী, তাজুল ইসলাম, লক্ষী রানী রায়, মোকছেতুন নাহার ময়না, খাদিজা আকতার, আইরিন আকতার, সহকারি শিক্ষক মোস্তাফিজার রহমান হেলাল, মিজানুর রহমান ও মুসফিকুর রহমান প্রমান প্রমু্খ। পৌরসভায় মোট ২৫টটি স্কুলের বালক ও বালিকা দল অংশগ্রহন করে। অন্যদিকে উপজেলার কাঠালী, শৌলমারি, ধর্মপাল, ডাউয়াবাড়ী, শিমুলবাড়ী, গোলমুণ্ডা, বালাগ্রাম ও গোলনা ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়।