বিজ্ঞাপন দিন

ডোমারে ডিজিটাল উপায়ে ভাতা প্রদান উপলক্ষে সচেতনামূলক আলোচনা সভা

রতন কুমার রায়,ডোমার-নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতা সমূহ ডিজিটাল উপায়ে প্রদান উপলক্ষে আলোচনা সভা হয়েছে । শনিবার দুপুরে (২০জুলাই) বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বোড়াগাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে এটুআই প্রোগ্রাম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ,উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজুল ইসলাম,ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ ।এ ছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হীরামোহন রায়,ইউপি সদস্য জয়নাল আবেদীন,ইউনিয়ন সমাজ কর্মী প্রভাত চন্দ্র রায় ও বোড়াগাড়ী ইউনিয়নের উদ্দোক্তা খলিলুর রহমান । 

সচেতনামূলক আলোচনা সভায় বোড়াগাড়ী ইউনিয়নের সকল প্রকার ভাতাভোগী ,এলাকার মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন । বক্তারা বলেন,এখন থেকে সকল প্রকার ভাতার জন্য উপজেলায় যেতে হবে না । ইউনিয়ন পর্যায়ে পরিষদ কার্যালয়ে ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার মারফতে ভাতার টাকা প্রদান করা হবে ।