বিজ্ঞাপন দিন

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় নীলফামারী সদর পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী সদর উপজেলায় বঙ্গবন্ধুর ছবি অবমাননা করায় পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান সংবাদ সম্মেলণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় ইউডিসি সেন্টারের উদ্যোক্তা আজহারুলের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি নিয়ে অবহেলার দায়ে এই সংবাদ সম্মেলণ করেন তিনি। সংবাদ সম্মেলণে ইউপি চেয়ারম্যান বলেন উদ্দ্যোক্তা মো. আজহারুল ইসলাম(রাজা) বাথরুমে ভিতর বিভিন্ন মালামালের সাথে বঙ্গবন্ধুর ব্যানার রাখে। বাথরুমটি সর্বসাধারণের জন্য প্রয়োজন মনে করে চেয়ারম্যান উদ্দ্যোক্তাকে রুমটির মালামাল অনত্র রাখার কথা বলেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও কোন পদক্ষেপ না নেওয়ায় চেয়ারম্যান নিজ উদ্দ্যোগে উদ্দ্যোক্তার কাছ খেকে গ্রাম পুলিশ দ্বারা চাবি নিয়ে আজ সকালে বাথরুমটি ব্যবহার উপযোগী করার জন্য মালামাল অনত্র সরায়। এসময় গ্রাম পুলিশ আবু বক্কর সিদ্দিক দেখতে পান বাথরুমের ভিতর উন্নয়ন মেলার বঙ্গবন্ধু ও শেখহাসিনার ছবি সম্বলিত ব্যানারের উপরের বিভিন্ন মালামাল রাখা আছে। তিনি বিষয়টি চেয়ারম্যানকে অবগত করেন। সংবাদ পেয়ে চেয়ার‌্যামান ইউনিয়ন পরিষদে এসে দেখেন বঙ্গবন্ধুর ব্যানার মেঝেতে বিছানো রয়েছে তার উপর কম্পিউটার সরঞ্জামাদি রাখা আছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান হবিবর রহমান এই অপকর্মের জন্য উদ্দ্যোক্তার রিরুদ্দে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। তিনি আরো জানান জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়টি অবগত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক আলি হোসেন। এ বিষয়ে উদ্দ্যোক্তা আজহারুল ইসলাম (রাজা) বলেন মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।