বিজ্ঞাপন দিন

নীলফামারীতে যুব মহিলালীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : সারা দেশের ন্যায় নীলফামারীতে পালিত হলো যুব মহিলালীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী । শনিবার সকালে বঙ্গবন্ধু ম্যুরাল সৃতিঅম্লানে ফুলেল শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নিরবতা পালনসহ বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা চেয়ে মোনাজাত করেন জেলা যুব মহিলালীগের নেতৃবৃন্দ । বিকাল সাড়ে ৪টায় চৌরঙ্গী মোড় জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে "কেক" কেটে যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শাহিদ মাহমুদ । জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবতীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক ইশরাত জাহান পল্লবী, জেলা পরিষদের মহিলা সদস্য ও কচুকাটা ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি শিউলি আক্তার, যুব মহিলা লীগের অন্যতম নেত্রী রত্না সিনহাসহ আরো অনেকে। এসময় বিশেষ অতিথি ছিলেন পঞ্চপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য নুরুল আমিন সরকার। অনুষ্ঠানে বক্তারা, আগামী কয়েক মাসের মধ্যে যুব মহিলালীগের যে কাউন্সিল হবে, সেই কাউন্সিলে শক্তিধর জেলা কমিটি গঠন হবে। এরই পরিপেক্ষিতে মহিলা কর্মী বাড়াতে হবে। গ্রামে গ্রামে মহিলাদের কাছে আওয়ামী লীগের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। বয়স্ক ভাতা, বিধবা-ভাতা, মাতৃ-ভাতা, ৪০ দিনের কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়নের কথা বলতে হবে। বক্তারা আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আরো বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।