বিজ্ঞাপন দিন

নীলফামারীতে শেষমেশ শিল্প ও বাণিজ্য মেলা স্থগিত

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : বাণিজ্য মেলা পেছানোর দাবীতে নীলফামারী দোকান মালিক সমিতি অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছে। শনিবার বিকেলে সকল প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীদেরবের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বছরে দুইটি ঈদকে ঘিরে ব্যবসায়ীদের রুটি রুজির পথ প্রসারিত হয়। সকল ব্যবসায়ী বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে ধার দেনা করে দোকান কর্মচারীর পরিবারসহ সকলে ঈদে ব্যবসা বাণিজ্য করে কোন রকম প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখে। আর ঠিক এই সময় নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা। এই মূহুর্তে বাণিজ্য মেলা চললে ব্যবসায়ীদের পথে বসতে হবে। 

ব্যবসায়ীদের বিরুদ্ধে এটি একটি বড় ধরনের ষড়যন্ত্র। ব্যবসায়ীরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই আন্দোলনে নেমেছে। অবস্থান ধর্মঘট শেষে শান্তিপূর্নভাবে দোকান মালিক সমিতি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর’র কাছে বাণিজ্য মেলা ঈদের পরে করার দাবী তুলে ধরেন। তাদের দাবীর প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে শিল্প ও বাণিজ্য মেলা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। উল্লেখ্য, মেলা পেছানোর দাবীতে দোকান মালিক সমিতি জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করেন। তাদের দাবীর প্রেক্ষিতে কোন প্রকার আলোচনা না হওয়ায় আজকের এই অবস্থান কর্মসূচী পালিত হয়।কর্মসূচীতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সামছুল হক, সহ-সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মুক্তি, কার্যকরি সদস্য নাদিম আখতারু সহ সকল নেতৃবৃন্দ।