বিজ্ঞাপন দিন

জলঢাকায় ২য় ধাপে ধান সংগ্রহে কৃষক নির্বাচনে লটারী

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় লটারীর মাধ্যমে ৯৫ জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। উপজেলার প্রান্তিক কৃষকদের সরকারি গোডাউনে সরাসরি ধান বিক্রয়ের সুযোগ করে দিতে (২য় ধাপ) বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমের সামনে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ৯৬ জনকে নির্বাচিত করা হয়েছে। কৃষক প্রতি ১৫ মন পর্যন্ত তাদের ধান গোডাউনে বিক্রয় করার সুযোগ পারবে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) গোলাম ফেরদৌস ও উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হক পূর্ব ঘোষনা অনুযায়ী প্রান্তিক কৃষকগণকে একত্রিত করে উপজেলা পরিষদে কৃষকদের তালিকাভূক্ত করে যাচাই বাছাইয়ের জন্য এই লটারী অনুষ্ঠিত হয়। ২য় ধাপের এ কার্যক্রমে ৭৭০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। নির্বাচত প্রত্যেক কৃষক প্রতি কেজি ২৬ টাকা দামে ১৫ মন করে ধান দিতে পারবেন অর্থ্যাৎ এ কার্যক্রমে উপজেলার প্রায় ১৩০০ জন কৃষক এ সুযোগের অাওতায় অাসবেন। এহেন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন কৃষকগণ। তবে তারা সরকারী বরাদ্দ বাড়ানোর ব্যপারে কার্যকরী উদ্যোগ নিতে সরকারকে অনুরোধ করেছেন।