বিজ্ঞাপন দিন

জলঢাকার টেংগনমারী বাজারে পাবলিক টয়লেট সংস্কারের দাবীতে হিউম্যান রাইটস্ এর স্মারকলিপি পেশ ।

জল ডেস্ক : আজ রোববার বিকাল তিন ঘটিকায় নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারী বাজারে পাবলিক টয়লেট সংস্কারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেছেন হিউম্যান রাইটস্, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির জলঢাকা ও খুটামারা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। এছাড়াও জলঢাকা উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার ( ভূমি ), নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খুটামারা ইউনিয়ন চেয়ারম্যান ও হাট ইজারাদারের কার্যালয়ে উক্ত স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়। এসময় জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনবহুল এলাকা টেংগনমারী বাজারের সংকট নিরসন ও জনস্বাস্থ্যের গুরুত্ব¡ বিবেচনায় দ্রুত পাবলিক টয়লেট সংস্কারের আশ্বাস প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির জলঢাকা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জিয়াউর রহমান লিংকন, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল হায়দার লেলিন, খুটামারা ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক, সমাজ কল্যাণ সম্পাদক অসীম সাহা, কার্যনির্বাহী সদস্য আইনুল হক প্রমুখ। উল্লেখ্য যে, টেংগনমারী বাজারের মহিলা বিপণী কেন্দ্র ও মাছ বাজার সংলগ্ন পাবলিক টয়লেট দুটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে এলাকার পরিবেশ এখন হুমকির মুখে। পাবলিক টয়লেট না থাকায় স্থানীয ব্যবসায়ী ,দূরদূরান্ত থেকে আগত জনসাধারণ, দূরপাল্লার যাত্রীদের স্বীকার হতে হয় চরম ভোগান্তির। তাই বিপর্যস্ত পরিবেশ বাঁচাতে পাবলিক টয়লেট সংস্কারের দাবী স্থানীয় সর্বসাধারণের ।