ভ্রাম্যমাণ সংবাদদাতাঃ নীলফামারীর কিশোরগঞ্জে তৃপ্তি অ্যান্ড মমতাজ পরিবহণের বাসের পিছের ৪টি চাকা একসাথে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাসের সকল যাত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১জুলাই (সোমবার) সকালে ডিমলা থেকে ছেড়ে আসা বগুড়া গামী তৃপ্তি অ্যান্ড মমতাজ পরিবহণের বাস জলঢাকা-রংপুর মহাসড়কের বিন্নাকুড়ি বাজার 'ছ' মিল সংলগ্ন স্থানে চলন্ত অবস্থায় রাস্তার উপর পিছনের চারটি চাকা একসাথে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, এ ঘটনায় কোন যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।
সরেজমিন, ঘটনার পর বাস চালক বা হেলপার কারও দেখা পাওয়া যায়নি।