বিজ্ঞাপন দিন

নীলফামারীতে বানভাসিদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : টানা বৃষ্টি বাদলে তিস্তার উজান থেকে নেমে আসা বন্যার পানিতে ডুবে গেছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার ১০ ইউনিয়ন। এতে পানিবন্ধি হয়েছে অসংখ্য গবাদিপশু সহ প্রায় ১৫ হাজার মানুষ। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিগন এসব ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিট চাল, ডাল, চিড়ামুড়ি, তেল ও বিশুদ্ধ পানিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন কাজ অব্যাহত রেখেছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল থেকে জলঢাকা ও ডিমলা উপজেলার বানভাসি প্রায় ৯শত পরিবারের মাঝে ত্রান বিতরন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। তিনি জলঢাকার চারটি ইউনিয়নের চারশত এবং ডিমলা উপজেলার ৫শত বানভাসি পরিবারের মাঝে ত্রান বিতরন কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশে খাদ্যের কোন কমতি নেই। বর্তমান সরকার খাদ্যবান্ধব সরকার। প্রধানমন্ত্রী দেশকে বন্যার ছোবল থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য ছোটোবড়ো সমস্ত নদী খননের কাজ হাতে নিয়েছে, ইতিপূর্বে কাজ শুরু হয়েছে । ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ, কার্যনির্বাহী সদস্য সফিকুল ইসলাম ডাবলু, উপ-পরিচালক মোজাস্সের আহমেদ, যুব প্রধান শাকিল চৌধুরী, সাবেক যুব প্রধান মাসুদ সরকার, ইউ এলও ফজলুল করিম, উপযুব প্রধান ইশতেখার আহমেদ উদাস ও জেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী উত্তম কুমার প্রমূখ।