বিজ্ঞাপন দিন

নীলফামারী কচুকাটায় আন্তঃ ওয়ার্ড ফুটবল ফাইনাল ও ল্যাম্পের লটারী ড্র


আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : মাদক, জুয়া, জঙ্গি, সন্ত্রাস বাল্যবিবাহ বন্ধ ও সামাজিক ভাবে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষে নীলফামারী সদর ০৭নং কচুকাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও ল্যাম্প শো প্রকল্পের লটারী " ড্র" অনুষ্ঠিত হয়। রবিবার (৩০-জুন) বিকালে কচুকাটা হাইস্কুল মাঠের আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠানে ইউনিয়ন ফুটবল ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, (অঃপ্রাঃ) পুলিশ সদস্য ও সমাজসেবক রফিকুল ইসলাম রফিক, টেংগনমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই ও জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মকছেদ আলী।

উক্ত ফাইনালে এক নং ওয়ার্ড ক্রীড়া চক্র ও দুই নং ওয়ার্ড ক্রীড়া চক্র মুখোমুখি এবং জাঁকজমক পূর্ণ খেলায় হাজারো মানুষের উল্যাসে খেলার সমাপ্তি ঘটলেও কেউ কাউকে গোল দিতে পারেনি । পরে ট্রাইফিকারে ১নং ওয়ার্ড ক্রীড়া চক্র কে ৫-৬ গোলে পরাজিত করেছে, ২নং ওয়ার্ড ক্রীড়া চক্র। সন্ধায় উভয় পক্ষকে পুরুস্কার ও প্রাইজ মানি তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী । এসময় ০১ ও ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম এবং আব্দুল হাই উপস্থিত ছিলেন । রাত ১১টায় ল্যাম্পশো প্রকল্পের লটারী " ড্র" অনুষ্ঠিত হয়। লটারীর লাভের অংশ অত্র ইউনিয়নের গর্ভপতি মা ও শিশুদের সহায়তা করবে বলে ইউপি চেয়ারম্যানের বক্তব্যে বলেন। এ অনুষ্ঠানে ল্যাম্প শোর ইউনিয়ন কর্ডিনেটর সাহেরা বেগম সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।