বিজ্ঞাপন দিন

উন্নয়ন ফেলে যাবোনা, জলঢাকায় রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি -রানা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : উন্নয়ন ফেলে যাবোনা, জলঢাকায় রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। নীলফামারীর জলঢাকার প্রান কেন্দ্র, বহুল আলোচিত একটি সড়ক, যা দীর্ঘ দিনের চাওয়া পাওয়ার স্বপ্ন পুরনের লক্ষে জিরোপয়েন্ট থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত এক কিঃ মিঃ সড়ক সংস্কার ও আউলিয়াখানা দোলা পর্যন্ত ১২০৯ মিটার আর সিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য ও অর্থবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য (অবঃ) মেজর রানা মোহাম্মদ সোহেল । উদ্বোধনী অনুষ্টানে জলঢাকা পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুজাউদ্দৌলা, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান ও উপজেলা সৈনিক লীগের সভাপতি রবিউল ইসলাম লিপন, কাঁঠালি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন তুহিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল কাদের বুলু চৌধুরী, জাতীয় সাবেক সভাপতি দবীর হুদা, জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু ও পৌর কাউন্সিলরগন সহ আওয়ামীলীগ ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রানা মোহাম্মদ সোহেল বলেন, উন্নয়নের স্বার্থে সকলের জন্য আমার কাছে যাওয়ার দরজা খোলা থাকবেই থাকবে। আমি আপনাদের ছেড়ে কোথাও যাবোনা, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, এটা উন্নয়নের মঞ্চ। উন্নয়নের কাজে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। নর্দার্ন বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট এর অনুকুলে এবং বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে প্রায় সাড়ে চাঁর কোটি টাকায় জলঢাকা জিরোপয়েন্ট মোড় থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত ১ কিঃ মিঃ রাস্তা সংস্করণ এবং আউলিয়াখানার দোলা পর্যন্ত ১২০৯ মিটার আর সিসি ড্রেন নির্মাণ হবে। রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান খাইরুল কবীর রানা এন্টার প্রাইজ এর তদারকিতে আগামী ২০২০ সালের ৪ এপ্রিল কাজের সমাপ্তি হবে।