বিজ্ঞাপন দিন

জলঢাকায় গুজব বন্ধে পুলিশের প্রচরনা

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ ‘‘গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না’’ এই স্লোগান দিয়ে জনগনকে সচেতন করার জন্য নীলফামারীর জলঢাকায় মাইকিং,উঠান বৈঠক,বিভন্ন শিক্ষা প্রথিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সচেতনামুলক সমাবেশসহ নানা রকম প্রচারনা চালাচ্ছে থানা পুলিশ। এর ধারাবাহিগতায় বুধবার সকালে জলঢাকা সরকারি কলেজের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনামুলক সভার আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হকের সভাপতিত্বে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান,অধ্যক্ষ আজিজুল ইসলাম,প্রভাষক জুয়েল, সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু প্রমুখ। এ সময় ওসি মোস্তাফিজুর  রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,ছেলে ধরা একটি গুজব,গুজবে কান না দিয়ে এলাকায় অপিরিত লোকের আনাগোনা দেখলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষনিক পুলিশকে অবগত করুন। সম্প্রতি পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এ গুজবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে মর্মšি--কভাবে বেশ কয়েকজন নিরাপরাধ মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে। এ গুজব থেকে জনগনকে সচেতন করার জন্য এসব সচেতনামুলক কর্মসুচি গ্রহন করেছে জলঢাকা থানা পুলিশ।