বিজ্ঞাপন দিন

জলঢাকায় মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধকরি মশার বিস্তার, ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিষ্কার পরিছন্নতার বিকল্প নাই এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মশক নিধন ও পরিছন্নতা সপ্তাহ পালন করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুুুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম, উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ। এসময় বক্তারা ডেঙ্গু মোকাবেলায় উপজেলার কর্মরত সকল স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে জনসচেতনতা সৃষ্টি করে এর প্রতিকার করার আহবান জানান।