বিজ্ঞাপন দিন

জলঢকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা প্রদান

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ " মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। এবারের জাতীয় মৎস্য সপ্তাহে ৩ জন শ্রেষ্ঠ মৎস্যচাষীকে সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। তিস্তা সেচ ক্যানেলে মাছ চাষের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের সন্মাননা ক্রেষ্ট দেয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষে পাউবো ডালিয়ার সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ রাফিউল বারি শামীম এই সন্মাননা ক্রেষ্ট গ্রহন করে। এছাড়াও আরো দুজনকে ব্যাক্তিগত পর্যায়ে মাছ চাষের জন্য সন্মাননা ক্রেষ্ট দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, উপজেলা আ'লীগের সভাপতি আনছার আলী মিন্টু, উপজেলা জাতীয়পাটির সভাপতি শাহ আব্দুল কাদের বুলু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের সম্প্রসারন কর্মকর্তা রাফিউল বারি শামীম, উপজেলা জাতীয়পাটির সাধারন সম্পাদক অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন মাছ দেশের সিংহভাগ আমিষের চাহিদা পুরন করে। তিনি আরো বলেন বেশি বেশি করে খাল বিল, পুকুর ও জলাশয়ে মাছ করে বেকারত্ব দুর করতে হবে। এবারের জাতীয় মৎস্য সপ্তাহ ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে।