বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলার শ্রেষ্ঠ চিকিৎসকের পুরষ্কার পেলেন জলঢাকার ডাঃ শাহিন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ গ্রামীন চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসেন শাহিন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসের এক আলোচনা সভা, সনদ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তাকে এ সন্মানে ভূষিত করা হয়। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাঃ শাহিনকে সন্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম প্রমু্খ । অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম। এছাড়াও অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ হিসেবে জলঢাকা গোলনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রসহ ৬টি প্রতিষ্ঠান ও অন্য ৪ জনকে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখায় সন্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।