বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় "ছেলে হউক আর মেয়ে হউক দুটি নয়,একটি হলে ভালো হয়" এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে একটি র‍্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা জে.ডে সিদ্দিকী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পাটোয়ারী ও ল্যাম্বের প্রজেক্ট ম্যানেজার মাহফুজুল হক প্রমুখ। আলোচনা শেষে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনার মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের উপর ৭ জনকে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস ও সনদপত্র প্রদান করা হয়েছে।