বিজ্ঞাপন দিন

জলঢাকা পানিবন্দী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ভোগান্তি

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে নিমেজ্জিত হয়েছে বলে জানা যায়। সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার কৈমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত মৌজা শৌলমারী আলশিয়া পাড়া চরভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্যার পানিতে নিমেজ্জিত হয়েছে। এতে শিক্ষার্থী সহ শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ বিপাকে পরেছে। প্রতিষ্ঠানটি ২০০২সালে স্থাপিত হলেও এখন পর্যন্ত সরকারের থোক বরাদ্দ কোন পায় নাই। তিস্তা বাদ সংলগ্ন এবিদ্যালয়টি হওয়ায় প্রতিবছর বর্ষার সময় শিক্ষক/শিক্ষিকা ও শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পরতে হয়। ঐ এলাকার আব্দুল মাসুম জানান প্রতিষ্ঠানটিতে যদি কোন মাঠি ভড়াট করা যেত তাহলে এসমস্যা হত না। মৃত জামের আলীর স্ত্রী মোতাহারা বেগম জানান বিদ্যালয়টি পূর্ণ সংস্কার হলে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা ভালোবাবে প্রতিষ্ঠানটি চালিয়ে আসতে পারত। জয়নাল হোসেন বলেন বিদ্যায়টি সংস্কারের মাধ্যমে উঁচু জমিতে হলে এসমস্যা হত না। প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকা জানায় প্রতিষ্ঠানে পানির মধ্যে কিভাবে ক্লাস করবো। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা এলিনা পারভিন এ প্রতিবেদককে জনান শিক্ষার্থীদের নিয়ে আমরা বিপাকে পরেছি। বন্যার পানির জন্য না পারিতেছি বিদ্যালয়ের ভিতরে বসতে/থাকতে না পারতেছি কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাতে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান এর সাথে সাক্ষাতে কথা বললে তিনি বলেন আমি ঐ প্রতিষ্ঠানের সম্পর্কে অবগত আছি এবং জেলা অফিসে কাগজ পাঠানো হয়েছে।