বিজ্ঞাপন দিন

ডোমারে প্রতিবন্ধী কলেজ ছাত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক

রতন কুমার রায়,ডোমার-নীলফামারীঃ- নীলফামারীর ডোমারে প্রতিবন্ধী কলেজ ছাত্র আরিফুজ্জামান রনির লেখাপড়ার দায়িত্ব নিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক। শনিবার(৩ আগষ্ট) সকালে ডোমার সরকারী ডিগ্রী কলেজ চত্ত্বরে প্রতিবন্ধী আরিফুজ্জামান রনিকে কলেজ ড্রেস পড়িয়ে দিয়ে লেখাপড়ার দায়িত্ব শুরু করেন ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক। এসময় কলেজ শাখার ছাত্রলীগ সহ-সভাপতি নুর আলম, সাধারন সম্পাদক স্বপন,যুগ্ন সাধারন সম্পাদক ওমর ফারুক,সাংগঠনিক সম্পাদক অরন্য ইসলাম,ছাত্রলীগ নেতা নুরকাদের সরকার ইমরানসহ কলেজের সাধারন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আরিফুজ্জামান রনি দক্ষিন মটুকপুর তালতলী গ্রামের বেলাল হোসেনের একমাত্র প্রতিবন্ধী ছেলে। ছোট থেকেই রনি ছিলো খুব মেধাবী। প্রতিবন্ধী হওয়া শর্তেও থেমে ছিলনা তার পড়ালেখা। সে চলতি বছরে দক্ষিন মটুকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ হতে পাশ করে।গরীব সংসারে জন্ম আরিফুজ্জামান রনির। এসএসসি পাশ করার পর মিষ্টি কেনার মতো টাকা ছিলনা তার পরিবারের কাছে। একাদশ শ্রেণিতে ভর্তি হতে চায় রনি, বাবা বেলাল হোসেন কে বললে,তিনি বলেন লেখাপড়া করে কি হবে! আমি লেখাপড়ার খরচ চালাতে পারবোনা। তবুও থেমে থাকেননি প্রতিবন্ধী আরিফুজ্জামান রনি। নিরুপায় হয়ে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সাথে কথা বলেন। নির্বাহী অফিসার উম্মে ফাতিমা প্রতিবন্ধি রনিকে ডোমার সরকারী ডিগ্রী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে সহযোগীতা করেন। ভর্তির পর পোশাকের জন্য কলেজে যেতে পারছেন না রনি। এর মধ্যে কলেজে দেখা হয় বাংলাদেশ ছাত্রলীগ ডোমার উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিকের। মানিক প্রতিবন্ধী রনির লেখাপড়ার বিষয়ে জানতে চাইলে রনি জানান,“বড়ভাই আমি একজন গরীব প্রতিবন্ধী ছাত্র ইউএনও স্যারের সহযোগীতায় কলেজে ভর্তি হয়েছি। কলেজের স্যার আমাকে কলেজড্রেস পড়ে আসতে বলেছে। কিন্তু ড্রেস কেনার মতো সামর্থ আমার পরিবারের নেই”। প্রতিবন্ধী রনির সব কথা শুনে তাঁর কলেজে লেখাপড়ার দায়িত্ব নেন হাফিজুর রহমান মানিক। প্রতিবন্ধী আরিফুজ্জান রনির ব্যাপারে জানতে চাইলে ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান মানিক বলেন, প্রতিবন্ধী রনির কলেজের লেখাপড়া, প্রাইভেট,খাতা কলম ও পোশাকের দায়িত্ব নিয়েছি।