বিজ্ঞাপন দিন

"জলঢাকায় 'আলোর কণা' শিক্ষকদের পরিচিতি ও কর্মশালা"


রবিউল ইসলাম রাজ, রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সামাজিক সংগঠন শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান 'আলোর কণা'র ১১টি ইউনিয়নের ফ্রি পাঠদান কেন্দ্রের শিক্ষকগনের পরিচিতি ও কর্মশালা হয়েছে।শুক্রবার সকালে দুন্দিবাড়ী ফ্রি পাঠদান কেন্দ্রে এ কর্মশালা হয়েছে।অনুষ্ঠানে 'আলোর কণা' এর প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবনচুর এমটিএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও 'এসো নিজে করি' সামাজিক সংগঠনের সভাপতি নাসিম ইসলাম মিলন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জান্নাতুল ফেরদৌস মানিক,কাঁঠালী ইউসি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফুল বানু,এসো নিজে করি' সামাজিক সংগঠনের সহ-সভাপতি মোশফেকুর রহমান, সন্ধানী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক সুমন ইসলাম,আলোর কণার সদস্য নাসির হোসেন। প্রশিক্ষক ছিলেন বগুলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।পরে সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কুইজ প্রতিযোগিতায় ৬ষ্ঠ শ্রেণীতে ১ম আঁখি মনি,৫ম শ্রেণীতে ১ম জান্নাতি,২য় সোমা,৩য় যৌথভাবে মুনিয়া,মোনা,কমলা,সোমা,৪র্থ শ্রেণীতে ১ম সিফাত ও ২য় রাজিয়া,৩য় শ্রেণীতে ১ম সুশীল ও ২য় মায়া,২য় শ্রেণীতে ১ম ফরহাদ ও ২য় বৃষ্টি,১ম শ্রেণীতে ১ম যৌথভাবে তুষিতা,ফিরোজ ও ২য় যৌথভাবে সাব্বির /রিফাত হয়েছে।এসময় অতিথিবৃন্দরা ডেঙ্গু সম্পর্কে বলেন,আমরা সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিহত করা সম্ভব।ডেঙ্গু রোগ এডিস মশা ছড়ায় তাই আমাদের মশা থেকে দুরে থাকতে হবে। মশার বংশ বিস্তার করতে দেয়া যাবে না। বাড়ির আশেপাশে পরিস্কার রাখতে হবে। কোন স্থানে জলাবদ্ধতা থাকলে তা দুর করতে হবে।