বিজ্ঞাপন দিন

ঈদ উপলক্ষে বন্যাদুর্গত ১৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ও তার অঙ্গ সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস। শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার পার্শ্ববর্তী ডালিয়া - চাপানী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন এলাকার বন্যা কবলিত ১৬০ জন দরিদ্র পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণগুলোর মধ্যে ছিলো, ৫ কােজি করে চাল, ১কেজি তেল, ১কেজি ডাল, ১কেজি চিড়া, ১কেজি মুড়ি, হাব কেজি গুর, ১কেজি লবন ও ২টা সাবান। 

এসময় উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সাংগঠনিক সেক্রেটারি শায়খ আব্দুন নুর বিন আব্দুল জব্বার মাদানী। নীলফামারী জেলা সেক্রেটারি রেজাউল করিম, সহ সেক্রেটারি ওবায়দুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার জেলা কোষাধ্যক্ষ আলহাজ্ব হাসানুর রহমান, জেলা প্রচার সেক্রেটারি আলহাজ্ব সহিদার রহমান, জেলা সুব্বান সভাপতি আহমাদুল্লাহ, ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ আজাদ, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন ও সমাজসেবক ডাঃ আনোয়ার হোসেন প্রমুখ।