বিজ্ঞাপন দিন

ঘুষ-দূর্নীতি থেকে বিরত থাকতে হবে-নীলফামারীতে ভূমি সচিব

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : স্বচ্ছ, দক্ষ, জনবান্ধব ভুমি ব্যবস্থাপনায় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয়ের সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এসময় পুলিশ সুপার আশরাফ হোসেন, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এতে বক্তব্য রাখেন। জেলার ছয় উপজেলার ইউএনওগন সহ সরকারী বেসরকারী বিভিন্ন দফতর প্রধানছাড়াও সুধিজনেরা এতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন, ভূমিব্যবস্থাপনায় স্বচ্ছ ভাবে জনগনের দ্বার গোড়ায় পৌঁছাতে হবে। ঘুষ দূর্নীতি থেকে বিরত থাকতে হবে, এবং জনগনের ভূমি জনগনের হাতে বুঝিয়ে দিতে হবে। যাতে সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয়। স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় শ্রদ্ধাচার চর্চা বিষয়ক প্রশিক্ষণ এবং আলোচনা শেষে উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১৫ মিনিট শপথ বাক্য পাঠ করান অনুষ্টানের প্রধান অতিথি মাকছুদুর রহমান পাটোয়ারি।