বিজ্ঞাপন দিন

ডিমলায় সুষ্ঠভাবে ভিজিএিফ এর চাল বিতরন করলেন ইউপি চেয়ারম্যানগণ

জাহিনুর ইসলাম জীবন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ সরকারের র্দূযোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় উপজলো প্রশাসনের আয়োজনে এবারে আসন্ন ঈদুল আয্হা উপলক্ষ্যে অত্র উপজেলায় ১০টি ইউনিয়নে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠ পরিবেশে বিতরন করে ইউপি চেয়ারম্যান গণ। প্রশাসন ও ত্রাণ অফিস সূত্রে জানা যায় উপজেলার ১০টি ইউনিয়নে মোট বরাদ্দ ৬৭ হাজার ১ শত ৮৮ মেঃ টন চাল । যেসব ইউনিয়নে চাল বিতরণ করা হয় ডিমলা সদর ইউনিয়ন, ঝুনাগাছ চাপানী ইউনিয়ন, খালিশা চাপানী ইউনিয়ন, নাউতারা ইউনিয়ন, গয়াবাড়ী ইউনিয়ন, টেপাখড়িবাড়ী ইউনিয়ন, খগা খরিবাড়ী ইউনিয়ন, পূর্ব ছাতনাই ইউনিয়ন, পশ্চিম ছাতনাই ইউনিয়ন, বালাপাড়া ইউনিয়ন। এ সময় উপস্থিত ছিলেন স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ। এসময় বিভিন্ন ইউনিয়নের চাল বিতরণকালে পরিদর্শন করেন সরকারের উদ্ধোর্তন কর্মকর্তাবৃন্দ। চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাসেম সরকার, মোঃ ময়নুল হক, মোঃ জহুরুল ইসলাম ভূঁইয়া, মোঃ আতাউর রহমান সরকার , মোঃ আমিনুর রহমান, মো: আব্দুল লতিফ খান, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম লিথন, মোঃ সাইফুল ইসলাম লেলিন, সামছুল হক সহ প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার, ইউপি সচিব, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্য এবং গ্রাম পুলিশ ও আনসার সদস্যবৃন্দকে লক্ষ্য করা গেছে। সরকারের এ ভিজিএএফ এর চাল সাধারণ জনগণ পেয়ে সরকারের ভূয়সী প্রসংশা করেন। কয়েকজন ইউপি চেয়ারম্যান এর সাথে কথা বললে তারা জানান সুন্দর ও সুষ্ঠুভাবে ভিজিএফএর চাউল করতে পেরে আমরা সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই এবং সরকারের উদ্ধোর্তন কর্তৃপক্ষকে পরিদর্শন করার জন্য প্রসংশা জ্ঞাপন করি।