বিজ্ঞাপন দিন

জলঢাকা কাঠালী ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফ এর চাল বিতরন

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়ন পরিষদের সরকারের বরাদ্দকৃত ভিজিএফ এর চাল দুস্থ অসহায় ও গরীব পরিবারের মাঝে শুষ্ঠভাবে বিতরন শুরু হয়েছে। মঙ্গলবার কাঠালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই চাল বিতরনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী, সচিব নুরুজ্জামান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক বসুনিয়া,ইউপি সদস্য রহিদুল ইসলাম,মতলুবর রহমান, আলমগীর হোসেন,তরুনী মোহন, আব্দুল আজিজ সংরক্ষিত সদস্য রিফা বানু, আঞ্জুয়ারা বেগম ও উদ্দ্যোক্তা রোহিনী কান্ত রায় প্রমুখ। 

এবারে কাঠালী ইউনিয়নে ৬ হাজার ৬শত ৮৩জন সুবিধাভোগীর মাঝে ১৫ কেজি করে বিতরনের জন্য ১শত মেট্রিকটন চাল বরাদ্দ করে ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়। সুষ্ঠুভাবে চাল বিতরনের জন্য প্রত্যক কার্ডধারীকে নিজের আইডি কার্ড প্রদর্শন করে চাল উত্তোলন করার আহবান জানান চেয়ারম্যান তুহিন। তিনি আরো বলেন বিতরনের সুবিধার জন্য ৬,৭ ও ৮ আগস্ট পর্যন্ত এই চাল বিতরন করা হবে।