বিজ্ঞাপন দিন

ডোমারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন ডোমার অভিযান শুরু

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)ঃ নীলফামারীর ডোমার উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন করার লক্ষে পরিচ্ছন্ন ডোমার অভিযান শুরু হয়েছে । বুধবার (৭আগষ্ট) সকালে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়ে সমগ্র উপজেলায় পরিচ্ছন্ন ও পরিস্কার অভিযান শুরু করেন । পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহন করেন,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম,ওসি (তদন্ত) বিশ্বদেব রায়,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাসিনুর রহমান,উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নাজমুর হক, কৃষকলীগের সভাপতি হাবিবুল হক,উপ সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিউল আলম,সমাজসেবক আইয়ুব আলী প্রমূখ । ডোমার উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান,সমগ্র উপজেলা ডেঙ্গু প্রতিরোধের লক্ষে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ।