বিজ্ঞাপন দিন

নীলফামারী সদর ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধাদের দোয়া ও শোকসভা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ সদর উপজেলা কমিটির আয়োজনে শোকের মাস এর শেষ ও সমাপনী দিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ৩১শে আগষ্ট শনিবার বিকালে সার্কিট হাউজ অফিস কার্যালয়ে সদর উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি মোঃ সফিয়ার রহমান। বিশেষ অতিথি জেলা কমিটির কার্যকরী সহ-সভাপতি আলহাজ্ব হান্নান শাহ, সহ-সভাপতি আনোয়ার শাহ ফকির, এছের আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ ও কার্যকরী সদস্য আতাউর রহমান, এছাড়াও আমন্ত্রিত অতিথি ডিমলা উপজেলার সভাপতি কৃষ্ণ সিংহ রায় ও সৈয়দপুর উপজেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম খুশি। 

এসময় সদর উপজেলা সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক কাজী এহেছাহানুল হক বুলু উপস্থিত ছিলেন। অনুষ্টানে ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার স্বপরিবারকে হত্যা ও ২০০৪ সালে ততকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নেতাকর্মীদের আত্নার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদর উপজেলার সদস্যরা। এসময় দোয়া অনুষ্টানে তাদের জেলা নেতা ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক মোঃ সফিয়ার রহমানেরও দীর্ঘায়ু কামনা করেন সদস্যরা।