বিজ্ঞাপন দিন

নীলফামারীতে সামাজিক সংগঠন "আলো''র আত্নপ্রকাশ

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : দূর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নীলফামারীতে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "আলো"র আত্নপ্রকাশ ঘটেছে । ০১লা আগষ্ট বৃহস্পতিবার বিকালে নীলফামারী আলিয়া ফাজিল মাদরাসা মাঠে যুবসমাজের উদ্যোগে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "আলো"র শুভ উদ্বোধন ঘোষনা করেন, সংগঠনটির উদ্যোক্তা আইজিদ আরাফাত অরুপ। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীরমুক্তিযোদ্ধা বাবু বন্ধু বিহারী রায়, অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিল হাসান (চৌধুরী) ও শ্রমিক নেতা সিরাজুল ইসলাম আবু। অনুষ্টানটি পরিচালনায় ছিলেন, "আলো"র সহযোগী উদ্যোক্তা মাহমুদ আল হাসান (রাফিন)। সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "আলো"র আত্নপ্রকাশ অনুষ্টানে সন্ত্রাস-জঙ্গীবাদ, দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে কি কি কাজ করবে, সেই সব কর্মকান্ডের চিত্র তুলে ধরে লিপলেট বিতরন ও তার আলোকপাত করা হয়। অনুষ্টান শেষে আইজিদ আরাফাত অরুপ আহবায়ক ও মাহমুদ আল হাসান (রাফিন)কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।