বিজ্ঞাপন দিন

"জলঢাকায় আরএসসির পক্ষে জ্ঞানী,মেধাবী ও সোনার শিশুদের মাঝে পুরস্কার বিতরন"

রবিউল ইসলাম রাজ, রিপোর্টার : নীলফামারীর জলঢাকায় আমেরিকান দাতা সংস্থা ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইন্ফান্টস ইন্টারনেশনাল (ডিসিআই) সহায়তায় রাইটস এ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) শিক্ষা প্রোগ্রামের নীলফামারী জেলা প্রোজেক্ট এর পক্ষে সান-চাইল্ড ছাত্র ছাত্রীদের মধ্যে জ্ঞানী মেধাবী ও সোনার শিশুদের মাঝে কৃত্বিতের পুরস্কার দেয়া হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল বেলা গাবরোল সিদ্দিকীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে আরএসসি। জানা যায়,যেসকল ছাত্র ছাত্রীরা ক্লাসে শতভাগ উপস্থিত তারা সোনার শিশু ও শব্দভান্ডার প্রতিযোগিতায় বিজয়ীরা জ্ঞানী এবং যে শিশুগুলো মডেল টেস্ট পরীক্ষায় বরাবরে ভালো করে তাদেরকে মেধাবী উপাধি দেয়া হয়।এছাড়া জ্ঞানী শিক্ষকদেরও সম্মাননা পুরস্কার দেয়া হয়।অনুষ্ঠানে এরিয়া ম্যানাজার গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকাল কমিটির সভাপতি আমিনুর রহমান ও প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন লোকাল কমিটি সদস্য মোশফেকুর রহনান মনু ও জান্নাতুল ফেরদৌস মানিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএসসির প্রশিক্ষক আশরাফুল ইসলাম,শিক্ষকবৃন্দ,অভিভাবকগন ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।