বিজ্ঞাপন দিন

জলঢাকায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

এরশাদ আলম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এমটিএস উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। জানা গেছে গত বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনিছুর রহমান টিটু এর সার্বিক তত্ত্ববধায়নে ও জলঢাকা থানার এ.এস.আই মেজবা এর নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলায় ও গ্রাম পুলিশের সহযোগিতায় সুন্দর ও মনোরম পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোশফিকুর রহমান মুশফিক। এ সময় ভোট গ্রহণে সহযোগিতা করেন মোক্তার হোসেন, মতিউর রহমান, লাভলুর রহমান। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৮জন, ভোটার সংখ্যা ছিল- ৩৪৬জন, ভোট গ্রহণ করেন- ২৮১, ভোট বাতিল হয়- ১৩টি। এ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন মঈনুল ইসলাম, তিনি মোট ভোট পেয়েছেন ১৫৪টি, আলমগীর হোসেন ভোট পেয়েছেন ১৫১টি, ইউনুছ আলী ভোট পেয়েছেন ১৫১টি এবং শরিফুল ইসলাম ভোট পেয়েছেন ১৪৭টি। নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ছিল ০২ জন। বিজয়ী প্রার্র্থী হলেন হাসিনা বেগম। শিক্ষক প্রতিনিধির মধ্যে নির্বাচিত ০৩ জন এবং দাতা সদস্যের মধ্যে ০১ জন। নির্বাচন শেষে সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রিজাইটিং অফিসারের দায়িত্বে থাকা মোশফিকুর রহমান মোশফিক। এ নির্বাচনকে ঘিরে প্রধান শিক্ষক বলেন সুন্দর ও মনোরম পরিবেশে সবার সহযোগিতায় নির্বাচন শেষ করতে পেরে আমি আনন্দিত এবং এ প্রতিষ্ঠানে প্রতিটি কাজে সবাই সহযোগিতা করবে বলে আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।