বিজ্ঞাপন দিন

উত্তরাঞ্চলে বন্যার্থদের মাঝে দি ম্যাসেজ ফাউন্ডেশনের ত্রান বিতরন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন দি ম্যাসেজ ফাউণ্ডেশন পাশে দাঁড়িয়েছেন উত্তরাঞ্চলীয় ভয়াবহ বন্যা কবলিত মানুষের পাশে। বৃহস্পতিবার দিনব্যাপী সংগঠনটির কতৃপক্ষ উত্তরবঙ্গের নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রায় তিনশতাধিক পরিবারের মাঝে বিতরণ করেন ত্রাণ সামগ্রী । চাল, ডাল, চিনি, চিড়া, তেল ও মসল্লাসমৃদ্ধ ত্রাণ প্যাকেজ বিতরণের পাশাপাশি তারা জনসাধারণকে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। নীলফামারীর জলঢাকা ও ডিমলা লালমনিরহাটের আদিতমারীর গোবর ধানচর ও মহিশখোঁচায় এবং কুড়িগ্রাম জেলার সদর থানার যাত্রাপুর ও রাজিবপুর উপজেলার বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দি ম্যাসেজ ফাউণ্ডশন, ঢাকা এর চেয়ারম্যান শাইখ সাইফুল ইসলাম খান মাদানী, ভাইস চেয়ারম্যান এনামুল হক, চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. মোঃ আনোয়ার হোসেন, কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের সহকারী শিক্ষক লেখক, কবি ও মানবাধিকারকর্মী এম. রাশেদুজ্জামান তাওহীদ, সিনিয়র সহকারী শিক্ষক আজম আলী, সংগঠনের সদস্য শাহিনুর হক সুমন,ফয়সাল সাদিক শুভ প্রমুখ।