বিজ্ঞাপন দিন

জলঢাকায় ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিচ্ছন্নতায় ভূমিকা নেই পৌর কর্তৃপক্ষের ॥ জনমনে ক্ষোভ

ফরহাদ ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ ডেঙ্গুর অব্যাহত প্রকোপের মধ্যে সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ৩ টি উপজেলার ৩৪ জন মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষ তাদের নিজ শহরের আনাচে কানাচে ডেঙ্গু, চিকন গুনিয়াসহ মশা বাহিত রোগ প্রতিরোধে শহর পরিচ্ছন্নতাসহ ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন। এবং কি ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনতা বৃদ্ধিতে শহর জুড়ে মাইকিং ও লিটলেট বিতরণ চলছে। তবে জলঢাকা পৌরসভায় এখন পর্যন্ত শহর পরিচ্ছন্নতাসহ ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের কোনও ভূমিকা চোখে পড়েনি। নিয়মিত পরিস্কার না করায় পৌরশহরের বিভিন্ন স্থানে জমে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ। আবার বেশকিছু জায়গায় প্রধান সড়কের পাশে ময়লার সঙ্গে ড্রেনের পানি জমে থাকতে দেখা গেছে। যেখান থেকে জন্ম নিতে পারে বিভিন্ন ধরনের মশা। শহরের ভিতর থেকে ময়লা আবর্জনাগুলো সরিয়ে না নেওযায় পৌর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ৬নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম,২ নং ওয়ার্ডের জোনাব আলী ও নিলয় ইসলাম পৌর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমাদের এমপি স্যারের সহযোগিতায় জলঢাকা পৌরসভা ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য একটি নতুন গাড়ি পেয়েছে অথচ গাড়িটি পরে রয়েছে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। জানতে চাইলে পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক সেলিম রায়হান জানান,‘‘সরকারি কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে সারা দেশে পৌর কর্মচারীরা ঢাকায় আন্দোলনরত রয়েছে সে কারনেই জলঢাকা পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা কাজ বন্ধ রয়েছ।’’ এ বিষয়ে পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।