আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ
"গড়তে শিশুর ভবিষ্যৎ, স্কুল হবে নিরাপদ"
এই শ্লোগানকে সামনে রেখে
নীলফামারীর জলঢাকায় শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা এবং বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা শিশুকল্যাণ বোর্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিশেষ অতিথি ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম,
থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মাহফুজুল হক। এসময় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম, আমিনুর রহমান মাষ্টার প্রমুখ।
ঝুকিপূর্ন কাজে নিয়োজিত শিশুদের অধিকার আদায় এবং বাল্যবিয়ে রোধসহ শিশু সুরক্ষায় উপজেলা প্রশাসনের ভুমিকা প্রয়োজন বলে সভায় দাবি তুলে ধরেন অংশগ্রহণকারী সদস্যরা।