বিজ্ঞাপন দিন

"জলঢাকার উজ্জ্বল নক্ষত্র 'আলোর কণা"

রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে এক অজোপাড়া গাঁ দুন্দিবাড়ী। তবে পৌর এলাকার অন্তর্ভুক্ত।দু'চালা টিনের ঘর আর খোলা আকাশের নিচে পাঠি বিছিয়ে এখানে পড়ানো হচ্ছে প্রায় সহস্রাধীক ছাত্র/ছাত্রীকে। এ কেন্দ্রে ৭ জনসহ পুরো উপজেলায় প্রায় ১৭জন শিক্ষক/শিক্ষিকা ফ্রিতে পাঠদান দিতেছে। এখানকার শিক্ষার্থীদের মা-বাবা সবাই স্বল্প আয়ের মানুষ।প্রতিষ্ঠানটির উদ্যোক্তা কলেজ পড়াুয়া ছাত্র ফুরাদ হোসেন। সে তার কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে গত ২০১২ সালে আলোর কণা নামের একটি সামাজিক সংগঠন খোলেন। পরে এ সংগঠনের শিক্ষা প্রোগ্রামের আওতায় ২০১৫ সালে ফ্রি পাঠ্যদান কেন্দ্র চালু করেন। পর্যায়ক্রমে ফ্রি মেডিকেল ক্যাম্প,মানবতার দেয়াল,সসতা স্টোর ও গ্রন্থাগার তৈরী করে তাক লাগিয়েছে শিক্ষা অনুরাগী সকলকেই। এ থেকেই বর্তমানে নাম কুড়িয়েছে দেশব্যাপি। যার সূত্রধরে শনিবার সকালে সেখানে পরিদর্শনে যান,নীলফামারী জেলা শিল্পী সমিতির সভাপতি ও দেশ টিভি/বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আব্দুল বারী। তিনি পৌছা মাত্র ছাত্র ছাত্রীদের পাঠদান দেখে আবেগপ্লুত হন।যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান লেবু,পল্লীটিভির সাংবাদিক আব্দুল মালেক এবং দৈনিক প্রথম ভোর পত্রিকার সাংবাদিক রবিউল ইসলাম রাজ। তারা বলেন,প্রতিষ্ঠানটিকে আরও বেগবান করতে আমাদের সহযোগিতা থাকবে।'আলোর কণা' ফ্রি পাঠদান কেন্দ্রের প্রতিষ্টাতা পরিচালক ফুরাদ হোসেন বলেন,আমি পড়াশোনা করতে গিয়ে আর্থিক অসচ্ছলতার কারনে যে সমস্যায় পড়েছিলাম তার মধ্যে প্রাইভেট-কোচিং বা বার্তি পড়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলাম।সে সময় শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিলাম। 

এ অবস্থায় যেন আমাদের প্রজন্মদের আর পড়তে না হয়। এ জন্য আমি নিজ প্রচেষ্টায় 'আলোর কণা' ব্যানারে ফ্রি পাঠদান কেন্দ্র চালু করেছি। বর্তমানে ১১টি ফ্রি পাঠদান কেন্দ্রে প্রায় ১ হাজার শিশুকে পাঠদানের আওতায় আনতে পেরেছি।আমাদের সংগঠনের লক্ষ্য শতভাগ শিক্ষা নিশ্চিত করা। তাই সকলের আন্তরিকতা ও ভালোবাসায় চাই যেন আলোর কণা কে বিশ্বদরবারে পৌঁছে দিতে পারি। এটা বাস্তবায়ন করতে সমাজের বিত্তবান ও শিক্ষা অনুরাগীদের কাছে সাহায্য সহযোগিতা ও নেক দোয়া কামনা করতেছি। তার এমন মহতী উদ্যোগের জন্য শুভেচ্ছা জানিয়েছে সুশীল সমাজের মানুষেরা।আরও শুভেচ্ছা জানিয়েছে প্রতিষ্টানটির উপদেষ্টা ও নীলফামারী জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মানিক লাল দত্তসহ সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।