বিজ্ঞাপন দিন

তিস্তায় ভিটেমাটি হারা দরিদ্র পরিবারের মাঝে দি ম্যাসেজ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ তিস্তায় ভিটেমাটি হারা হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঢাকা দি ম্যাসেজ ফাউন্ডেশন। সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়ন ঝুনাগাছ চাপানাীর ছাতুনামা কেল্লা পাড়ায় গেলো বন্যায় ক্ষতিগ্রস্ত ১'শ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংস্থাটির চেয়ারম্যান শাইখ সাইফুল ইসলাম খান মাদানী। ত্রাণ সামগ্রী গুলোর মধ্যে ছিলো চাল, ডাল, লবণ, তেল, সাবান, চিড়া, মুড়ি ও চিনি। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, জলঢাকার বিশিষ্ট সমাজসেবক ও দি ম্যাসেজ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ডাঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, শিক্ষক গোলাম রব্বানী বাবু ও আব্দুল হালিম মানিক প্রমুখ। 

ত্রাণ নিতে আসা রোকেয়া খাতুন মৃত আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া খাতুন (৫২), মৃত ইউসুফ আলীর স্ত্রী মুল্লুকজান (৪৮) ও মৃত আবুল কাশেমের স্ত্রী রাহেলা বেওয়া জানায়, হামার স্বামী নাই, জায়গা জমি সব নদীতে গেইছে, এখন মাইনষের জমিত একনা টিনের চালা খাড়া করি কোনরকম জীবন পাড় করছি। ঘরোত খাবার নাই আজ তোমরা চাল, ডাল না দিলে না খায়া থাকা নাকতো। পরে ত্রাণ বিতরণ শেষে অনেকের গলায় তাবীজ ঝুলানো দেখে শাইখ সাইফুল ইসলাম খান মাদানী বলেন, তাবীজ কবজ কোন সমাধান দিতে পারে না। এটা গ্রামের একটা কুসংস্কার। 

কোন সমস্যা হয়ে থাকলে কোরআনের আয়াত ব্যবহার অথবা চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে ১'শ করে টাকা প্রতিজনের হাতে ধরে দিয়ে ব্যবহৃত তাবীজগুলো খুলে দেন। এছাড়াও সেখানে উপস্থিত হওয়া প্রায় শতাধিক শিশুর হাতে এক প্যাকেট করে বিস্কুট তুলে দেন তিনি।