বিজ্ঞাপন দিন

জলঢাকায় লটারীর মাধ্যমে সড়ক মেরামত ও রক্ষনাবেক্ষনের জন্য ১২ মহিলা নির্বাচিত

আবেদ আলী বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় লাটারীর মাধ্যমে সড়ক মেরামত ও রক্ষনাবেক্ষনের জন্য ১২ জন মহিলাকে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০১৯ ও ২০ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষনাবেক্ষনের জন্য এক বছর মেয়াদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে জলঢাকা পৌরসভা সহ উপজেলার প্রতিটি ইউনিয়ন হতে ৫৯ জনের আবাদেন পত্র জমা পড়লে তা স্বচ্ছতার ভিত্তিতে লটারীর মাধ্যমে মোট ১২ জন মহিলার নাম উঠে আসে। নির্বাচিত ওই মহিলারা হলেন, আবিয়া খাতুন, লিপি বেগম, মহেচেনা, মমিনা বেগম, বানু, শাহিনা খাতুন, ছবেদা বেগম, কমলা বানু, সরুতা রানী, সাহিদা খাতুন, জোসনা রানী ও মিনা বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, হিসাব রক্ষক আবু নোমান জিয়াউল হাসান, সিও আমিনুর রহমান ও ইউপি সদস্য তবিবর রহমান প্রমুখ