বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ২১ শে গ্রেনেড হামলার পরিকল্পনাকারীদের দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ ও আলোচনা সভা

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধি : ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশের উপর গ্রেনেড হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার কার্যকর করার দাবীতে নীলফামারীতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বুধবার সকালে নীলফামারী সদর পৌর আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরালে বিক্ষোভ ও আলোচনা সভায় পৌর আ"লীগের সভাপতি মোশফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রাবেয়া আলীম। জেলা আ"লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আ"লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, সদর উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবতী সহ আরো অনেকে। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন, পৌর আ"লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ আলাল। এসময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ মে সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলার মধ্য দিয়ে আবার নাশকতা শুরু করে। তিন মাসের মাথায় ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তাঁর সমাবেশে গ্রেনেড হামলা চালায়। এতে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও নিহত হন আইভী রহমানসহ দলের ২২ নেতাকর্মী। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শত নেতাকর্মী। হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার কার্যকরের দাবী জানান বক্তারা। আলোচনা শেষে একটি বিক্ষোভ র্্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।